
ইয়েমেন ও বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলা এবং ১০ লাখেরও বেশি ঝুঁকিপূর্ণ মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা উন্নত করতে নতুন একটি যৌথ মানবিক উদ্যোগ ঘোষণা করেছে যুক্তরাজ্য ও সৌদি আরব।
বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ থেকে ২ ডিসেম্বর আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা নিয়ে যুক্তরাজ্য ও সৌদি আরবের মধ্যে তৃতীয় কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়। ওই সংলাপ থেকেই ইয়েমেন ও বাংলাদেশে খাদ্য সংকট নিরসন এবং বিপুল সংখ্যক ঝুঁকিপূর্ণ মানুষের জন্য পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নতুন যৌথ মানবিক প্রকল্পের ঘোষণা আসে।
এতে আরও জানানো হয়, ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এবং সৌদি একসাবের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি উদ্ভাবনী অর্থায়ন এবং দীর্ঘমেয়াদি সহ-বিনিয়োগের সুযোগ নিয়ে আরও প্রযুক্তিগত আলোচনা এগিয়ে নেবে। উভয় পক্ষ বহুপক্ষীয় সংস্কারের জন্য সমন্বিত সহায়তা এবং প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যাতে মানবিক সহায়তা আরও স্বচ্ছ ও কার্যকর হয়।
ব্রিটিশ হাইকমিশনের মতে, যুক্তরাজ্য–সৌদি এই অংশীদারিত্ব আন্তর্জাতিক উন্নয়নে আধুনিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যেখানে জীবন রক্ষাকারী প্রভাব নিশ্চিত করতে সম্পদ ও দক্ষতাকে একত্র করা হয়।
মন্তব্য করুন