বাংলাদেশের ফল বাণিজ্য সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে ‘ম্যাঙ্গো ক্যাপিটাল’-এর উপস্থিতি নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আজ চীনের কুনমিং-এর উদ্দেশে রওনা দিয়েছে।
আগামীকাল (৫ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া “২০২৫ মেকং-ল্যানচাং ফ্রুটস ফেস্টিভাল”-এ তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এই প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সহ-সভাপতি মোঃ আখতারুল ইসলাম রিমন। তাঁর সঙ্গে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ফল প্রক্রিয়াজাতকরণ শিল্পের আরও চার শীর্ষ উদ্যোক্তা: তারা হলেন, মোঃ ইসমাইল খান শামীম, স্বত্ত্বাধিকারী, নবাবী ম্যাংগো মোঃ আব্দুল আওয়াল, প্রোপাইটর, আওয়াল এন্টারপ্রাইজ, আব্দুল ওয়াশি মুহাম্মদ, প্রোপাইটর, এক্সো ফুট, মোঃ আতিকুল ইসলাম, প্রোঃ ফজলি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)-এর তত্ত্বাবধানে এই দলটি মেলায় বাংলাদেশের বিভিন্ন ধরনের আম ও উচ্চমানের প্রক্রিয়াজাত ফল (যেমন: শুষ্ক আম, আমসত্ত্ব, বিভিন্ন ফলের চিপস ইত্যাদি) প্রদর্শন করবে।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ জানান তিনি আশা করছেন, এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় ফল উৎপাদনকারী ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো নতুন আন্তর্জাতিক ক্রেতাদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবে, যা ভবিষ্যতে বাংলাদেশের ফল রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
মন্তব্য করুন