বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

“মানুষের সেবাতেই আমার বেঁচে থাকা”-হেলেন জেরিন খান

মাদারীপুর জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩০ Time View
47

আজ ২৬ ডিসেম্বর ২০২৫ বুধবার বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামে শেখ বাড়িতে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর – ২ সংসদীয় আসনে মনোনয়ন প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহম বেপারী।

রাজৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, সাবেক যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সদস্য মুজিবর রহমান হাওলাদার, কেন্দ্রীয় মহিলা দলের এক ঝাঁক নারী নেতৃত্ব।

রাজৈর পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজ ফকির, চুন্নু মাতুব্বর ,যুব নেতা লিটু খান,যুব নেতা শেখ মহিউদ্দিন মহি,পান্নু শেখ,রাজৈর উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি রাজু আহমেদ বাবুল, বিএনপি নেতা মাসুদ ফকির, যুব নেতা মিরাজ ফকির,বাশার শেখ,হিরু মোল্লা, তামিম , শাহিন, মুফতি লিয়াকত প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের সেবা করা আমার জীবনের ব্রত।সারা জীবন মানুষের ভালো করার জন্য রাজপথ থেকে অন্দরমহল পর্যন্ত সব জায়গাতেই আমি কাজ করে যাচ্ছি।সব কিছুর মূল উদ্দেশ্য মানব সেবা। দলমতের ঊর্ধ্বে উঠে সকল বৈষম্য দূর করে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। কোনো একক দল বা সম্প্রদায়ের বাংলাদেশ নয়। সবাইকে নিয়ে সমৃদ্ধ ও সফল বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense