
নানা অভিযোগে বহিষ্কৃত নেতা-কর্মীদের পুনরায় দলে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রেখেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় কেন্দ্র থেকে পুনর্বহালের সুখবর পেয়েছেন আরও ৭৪ জন নেতা। সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে পূর্বে বহিষ্কারাদেশ জারি করা হয়েছিল।
বুধবার (২৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তাদের পুনর্বহালের বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৭৪ নেতাকে বহিষ্কার করা হয়েছিল। তারা পুনর্বহালের জন্য আবেদন করার পর দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
পুনর্বহালপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন—
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন), সদর মেট্রো থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানার ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, শেরপুরের শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এবিএম সাইফুল মালেক, শ্রীবর্দী পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফা (সোনাহার), ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মো. মহাবুব কায়সার, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারু, সদর থানা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শেখ মসফিকুর হাসান অভি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন নান্নু—সহ আরও বেশ কয়েকজন খুলনা জেলার নেতা পুনর্বহাল হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৩ নং চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একেএম শামসুল আলম, একই ইউনিয়নের যুবদলের সাবেক সদস্য সচিব মো. শামসুল হক, সরাইল থানা বিএনপির সাবেক সদস্য মো. আব্দুর রউফ, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম পারভেজ—এদেরও দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।
সিলেট জেলার বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যেও রয়েছেন—
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাহাদ উদ্দিন সাদ্দাম, যুক্তরাজ্য বিএনপির সেবুল মিয়া ও মুমিন খান মুন্না, বিশ্বনাথ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক নেত্রী মোছা. মুছলিমা আক্তার চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সোহেল আহমেদ চৌধুরী, সাবেক উপদেষ্টা মো. আব্দুল মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন ধলা মিয়া, জেলা যুবদলের সাবেক সদস্য আহবাবুল হোসাইন আহবাব—সহ আরও অনেকে।
এর পাশাপাশি ওসমানীনগর উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহিন, সাবেক দপ্তর সম্পাদক হাফিজ মো. আরব খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাওছার খান, বিশ্বনাথ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন, সাবেক আহ্বায়ক গৌছ খান, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান এবং ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. গয়াছ মিয়াকেও দলে পুনর্বহাল করা হয়েছে।
কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক (শাহীন শিকদার), শরীয়তপুর জেলার সখীপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক উদ্দিন বকাউলও পুনর্বহাল হয়েছেন।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলম, বগুড়ার তালোড়া পৌরসভার ২২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইব্রাহিম আলী মুকুল, তালোড়া পৌর বিএনপির সাবেক সহ-মহিলাবিষয়ক সম্পাদক মোসা. সোনিয়া রাজভর, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হারুন তরফদার, তালোড়া পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আবুল হাসান আজাদ, সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, সহ-কোষাধ্যক্ষ মো. তানভীর আহমেদ ফেরদৌস, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আব্দুল জলিল প্রাং, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইস্রাফিল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. হাশেম আলী প্রামাণিক এবং সাবেক সদস্য মো. মারুফ হাসানও পুনর্বহাল হয়েছেন।
কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য তাহেরা আক্তার মিলি, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. আব্দুল মান্নান, সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন তোফাজ, হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. মোশারফ হোসেন (মুসা), উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুর রহমান তুষার, সাটুরিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা মল্লিক, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোসা. মুন্নি আক্তার, সিংগাইর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি আফরোজা রহমান লিপি এবং মানিকগঞ্জ পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রেজাউল করিম রাজাও পুনর্বহাল হয়েছেন।
হবিগঞ্জ জেলার নবীনগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল আলীম ইয়াছিনী, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রশিদুল ইসলাম রতন, সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ঠান্ডু, সাবেক সদস্য ইসরাকুল ইসলাম কামাল, নাটোর জেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সদস্য মো. জালাল উদ্দীন আলী, গুরুদাসপুর উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রোকসানা আক্তার এবং বড়াইগ্রাম শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদও দলে ফিরে এসেছেন।
এ ছাড়া খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফ্ফর হোসেন শেখ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৭ নং চান্দাই ইউনিয়ন বিএনপির নেতা মো. আলতাফ হোসেন সরকার এবং সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য নাছিম ফারুক খান মিঠুকেও পুনর্বহাল করা হয়েছে।