সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৪: এড. নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরণ ও নারী সমাবেশ

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪ Time View
21

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালাকান্দা বাজারে লিফলেট বিতরণ ও এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জেলা ও উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এই লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে বালাকান্দা বাজারে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাজুল মিয়ার সভাপতিত্বে ও মানিক মিয়ার সঞ্চালনায় নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী,এ্যাডভোকেট শেরেনুর আলী,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল মিয়া প্রমুখ। এছাড়াও জেলা,উপজেলা,ইউনিয়ন বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর)) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন,আমি বিএনপি তথা জিয়ার পরিবারের একজন আর্দশের সৈনিক হিসেবে ছাত্রদলের রাজনীতি থেকে আমার বেড়ে উঠা। আমি দলের আদর্শ ও নির্দেশনা বাস্তবায়নে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে মিথ্যা মামলা,হামলা জেলজুলুম এবং পুলিশ বাহিনীর লাঠিপেঠা খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ও সুনামগঞ্জের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম,আছি এবং আগামীতে ও থাকতে চাই।

তিনি বলেন,সুনামগঞ্জ-৪ আসনে তৃণমূলের জনসাধারনের দ্বারে দ্বারে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কর্মসূচী পৌছে দিতে। ফলে সাধারন মানুষ থেকে ব্যাপক সাড়া ও পাওয়া যাচ্ছে। তাই আগামী নির্বাচনে বিগত দীর্ঘদিনের আমার রাজপথের থেকে আন্দোলন সংগ্রামের বিষয়টি বিবেচনায় নিয়ে দল আমাকে বিবেচনা করে ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিবেন বলে তিনি বিশাল নারী সমাবেশে প্রত্যাশা ব্যক্ত করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense