সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

হাসিনা–কামালকে ফেরানোর বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩০ Time View
ছবি : সংগৃহীত
46

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ভারতের কাছে আবারও চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রবিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে গত শুক্রবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এর আগেও ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরানোর জন্য নয়াদিল্লিকে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির জবাব এখনো পাওয়া যায়নি। তবে বর্তমানে পরিস্থিতি ভিন্ন, কারণ এখন তাদের বিরুদ্ধে রায় হয়েছে। ভারতের সঙ্গে এ বিষয়ে চুক্তিও রয়েছে। তাই তাদের ফিরিয়ে আনার জন্য সরকার আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাচ্ছে।

গত বছরের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে আশ্রয় নেন। একই মাসে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ নভেম্বর তাদের মৃত্যুদণ্ডের রায় দেয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense