শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শার্শা নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে ধানের শীষ প্রার্থীর গণসংযোগ নড়াইলে ডাকাত সন্দেহে গণধোলাই সংবাদ সম্মেলন করে মুকসুদপুরে আওয়ামী লীগের ৩ নেতার পদত্যাগ সামাজিক সম্পর্ক জোরদার ও নির্বাচনী প্রস্তুতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান প্রধান উপদেষ্টা বলেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান “এই প্রজন্মে অন্ধ আনুগত্য নয় ভাই, অন্ধ পলিটিক্স আর চলবে না,” বললেন শিবির সভাপতি শার্শা উলাশী ইউনিয়নে উঠান বৈঠক: ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের আরও চার নেতার পদত্যাগ  চট্টগ্রামে সাবেক এমপির ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার ভূমিকম্পে তারকাদের প্রতিক্রিয়া

নড়াইলে ডাকাত সন্দেহে গণধোলাই

খন্দকার বদরুজ্জামান, নড়াইল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৬ Time View
26

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত ওদুদ শেখের ছেলে তুষারকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

শনিবার সকালের দিকে দিঘলিয়ার নোয়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এতে ডাকাত তুষার গুরুতর আহত হওয়ায় স্বজনরা  প্রথমে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরন করেন।

ঘটনার বিষয়ে লোহাগড়া থানার ওসি তদন্ত অভিজিৎ কুমার রায় বলেন “তুষারকে কে বা কারা মারধর করেছে শুনেছি। এঘটনায় তার পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। আমরা আগে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছি। পরবর্তীতে অভিযোগ পেলে আইনের ব্যবস্থা নিবো।

পুলিশ সূত্রে জানা গেছে, তুষারের বিরুদ্ধে লোহাগড়া থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরিসহ অন্যান্য একাধিক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত।

এদিকে তুষারের স্বজনরা অভিযোগ করে বলেন, “আমরা থানায় এসে ন্যায় বিচার পাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমাদের আগে চিকিৎসা করানোর কথা বলা হয়েছে। আমরা তুষারের ওপর হামলার সঠিক বিচার চাই।”

স্থানীয় সূত্র বলছে, সাম্প্রতি সময়ে এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এ  ঘটনা ঘটতে পারে। অপরদিকে তুষারকে মারপিটের ঘটনায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense