পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিন পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিকম্পের সময় হঠাৎ রেলিং ধসে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। নিহতদের হাসপাতালে নেওয়া হলেও তাদের পরিচয় এখনো জানা যায়নি। এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্র ছিল ঘোড়াশালের কাছাকাছি এলাকায়। ভূমিকম্পে আতঙ্কে অনেকেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।
33
পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিন পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিকম্পের সময় হঠাৎ রেলিং ধসে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। নিহতদের হাসপাতালে নেওয়া হলেও তাদের পরিচয় এখনো জানা যায়নি।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্র ছিল ঘোড়াশালের কাছাকাছি এলাকায়। ভূমিকম্পে আতঙ্কে অনেকেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।