
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ঘটনার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বার্তা দিয়েছেন।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে মাঠ পর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
বার্তায় বলা হয়েছে, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে যেসব ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে কার্যক্রম চালাচ্ছেন। জনগণকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দেওয়ার জন্য সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
প্রয়োজনে হটলাইন ও সরকারি চ্যানেলের মাধ্যমে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
ঠিকানা: ১/১৬ তাজমহল রোড, ব্লক: সি মোহাম্মদপুর, ঢাকা ।
বিজ্ঞাপন ও বার্তা বিভাগ : 01569118393 (Phone & WhatsApp)
ই-মেইল: alokitojanapadbd@gmail.com
সামাজিক যোগাযোগ মাধ্যম
ওয়েবসাইট
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত