
চট্টগ্রামের সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী, আওয়ামী লীগ নেতা আবু বক্কর চৌধুরী (৫০) কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগ রয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নগরের জাকির হোসেন সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, গত ১৮ জুলাই আন্দোলনের সময় তিনজন নিহত হয় এবং মোট ৫৩ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয়। আবু বক্কর চৌধুরী এই মামলার এজাহারভুক্ত আসামি।
চান্দগাঁও থানা পুলিশের ওসি জানান, "মধ্যরাতে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি হত্যাচেষ্টা ও বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর মামলার প্রধান আসামি।"
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
ঠিকানা: ১/১৬ তাজমহল রোড, ব্লক: সি মোহাম্মদপুর, ঢাকা ।
বিজ্ঞাপন ও বার্তা বিভাগ : 01569118393 (Phone & WhatsApp)
ই-মেইল: alokitojanapadbd@gmail.com
সামাজিক যোগাযোগ মাধ্যম
ওয়েবসাইট
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত