শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সামাজিক সম্পর্ক জোরদার ও নির্বাচনী প্রস্তুতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান প্রধান উপদেষ্টা বলেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান “এই প্রজন্মে অন্ধ আনুগত্য নয় ভাই, অন্ধ পলিটিক্স আর চলবে না,” বললেন শিবির সভাপতি শার্শা উলাশী ইউনিয়নে উঠান বৈঠক: ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের আরও চার নেতার পদত্যাগ  চট্টগ্রামে সাবেক এমপির ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার ভূমিকম্পে তারকাদের প্রতিক্রিয়া ভূমিকম্পের পর তাসকিন-জামাল ভূঁইয়ার বার্তা সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানকে চুড়ান্ত মনোনয়নে ধানের শীষের প্রাথী করার দাবিতে গণ মিছিল সাগরে লঘুচাপের সম্ভাবনা, ১২০ ঘণ্টার পূর্বাভাসে নতুন তথ্য প্রকাশ

সামাজিক সম্পর্ক জোরদার ও নির্বাচনী প্রস্তুতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান

মোঃ আরিফুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩০ Time View
52

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কার্যক্রম ও সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ৫ নম্বর ওয়ার্ড দিঘির পাড় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড দিঘির পাড় বিএনপির সভাপতি মোঃ মোশারফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও সুসংগঠিত হতে হবে। সামাজিক সম্পর্ক দৃঢ় করা, গণসংযোগ বাড়ানো এবং মানুষের আস্থা অর্জন করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় নেতাকর্মীরা বলেন— দিঘির পাড়ের প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিএনপির উন্নয়ন ভাবনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা তুলে ধরা হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ।

পৌর বিএনপির সহ সভাপতি মোঃ সাহাবুদ্দিন সহ সভাপতি সাহাদুর রহমান খোকন সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু ও ইদ্রিস মালেক জয়েন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক আঃ আহাদ সহ বেনাপোল পৌর বিএনপির নেতা কর্মীরা । বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জনি হায়দার আশরাফুজ্জামান মির্জা সদস্য মোঃ মফিজুর রহমান পিন্টু সদস্য সাইফুল ইসলাম আসাদ । অতিথিরা সবাইকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ঐক্যবদ্ধ প্রচারণার গুরুত্ব তুলে ধরেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense