শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শার্শা উলাশী ইউনিয়নে উঠান বৈঠক: ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের আরও চার নেতার পদত্যাগ  চট্টগ্রামে সাবেক এমপির ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার ভূমিকম্পে তারকাদের প্রতিক্রিয়া ভূমিকম্পের পর তাসকিন-জামাল ভূঁইয়ার বার্তা সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানকে চুড়ান্ত মনোনয়নে ধানের শীষের প্রাথী করার দাবিতে গণ মিছিল সাগরে লঘুচাপের সম্ভাবনা, ১২০ ঘণ্টার পূর্বাভাসে নতুন তথ্য প্রকাশ ভূমিকম্প পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা ভূমিকম্পে পুরান ঢাকায় রেলিং ধসে ৩ জনের মৃত্যু নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

শার্শা উলাশী ইউনিয়নে উঠান বৈঠক: ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার

মোঃ আরিফুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২১ Time View
32

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় লক্ষ্যে ৯নং উলাশী ইউনিয়ন বিএনপি কর্তৃক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ১নং ওয়ার্ডের উলাশী হাইস্কুল প্রাঙ্গণে এ উঠান বৈঠকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি জনসমাবেশের রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি।
তিনি বলেন, “শার্শার মানুষ পরিবর্তন চায়, চায় উন্নয়ন, শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ। ধানের শীষ বিজয়ী হলে এ এলাকার দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন ঘাটতি পূরণ হবে।”

উঠান বৈঠকের সভাপতিত্ব করেন উলাশী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুর রহমান নেদা।
সভাপতি তার বক্তব্যে বলেন, “উলাশী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি ও ভোটারদের সম্পৃক্ত করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

বক্তারা অবাধ-নিরপেক্ষ নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মফিকুল হাসান তৃপ্তি উলশী ইউনিয়নের ঐতিহাসিক খালের কথা উল্লেখ করে বলেন।

এই উলশী ইউনিয়নের খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে কাটেন। জনগণের দুঃখ-দুর্দশা লাঘব ও কৃষির উন্নয়নের স্বার্থে তিনি স্বশরীরে এসে এই খাল কাটার কাজের উদ্বোধন করেন এবং শ্রমিকদের সঙ্গে মাটিও কাটেন। এ খাল আমাদের ইতিহাসের অংশ—উন্নয়নের প্রতীক।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন

শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন আইনবিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোনায়েম হোসেন
যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু
বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি মোঃ সাহাবুদ্দিন জয়েন্ট সেক্রেটারি মোঃ মেহেরুল্লাহ
শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাকিবুল হাসান রিপন
বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু । বিএনপি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উঠান বৈঠক শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense