
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০:৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। দেয়াল কাঁপতে থাকে, মেঝেতে দৌড়ঝাঁপ, মানুষের চোখে ভয়ের ছায়া। আকস্মিক এই কম্পনে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ নিরাপত্তার জন্য প্রার্থনা করতে থাকে।
ভয়ংকর এই অভিজ্ঞতা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেশের তারকারা। অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, “ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা! সবাই নিরাপদে থাকুন।” সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব তার ভবনের ভাঙা প্লাস্টারের ছবি শেয়ার করেছেন।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, “ভূমিকম্প!! আশা করি সবাই নিরাপদে আছেন।”
অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন, “আলহামদু লিল্লাহিল্লাঝী নাজ্জানি মিনাল-বালা। আমি আশা করি সবাই নিরাপদে আছেন। এত তীব্র ভূমিকম্প আগে কখনো অনুভব করিনি। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।”
অভিনেত্রী সামিরা খান মাহি সতর্ক করে লিখেছেন, “বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাই সাবধানে থাকুন।”
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ৫.৭ এবং কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।