
ইসরায়েলের আগ্রাসন থামার কোনো লক্ষণ নেই। এবার লেবাননের একাধিক অঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।
বুধবার (১৯ নভেম্বর) দেশের দক্ষিণাঞ্চলের চেহোর গ্রামে যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।
হামলার প্রায় আধা ঘণ্টা আগে সতর্কতা জারি করে ইসরায়েল জানায়, হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হবে।
তবে সত্যিই হিজবুল্লাহর অবকাঠামোই টার্গেট ছিল কি না—তা নিয়ে সন্দেহ রয়ে গেছে।
এর আগে গত রবিবার লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। তাদের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছিল জাতিসংঘের শান্তিরক্ষা মিশন।
গত বছরের শেষ দিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হলেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। দখলদার বাহিনীর দাবি—হিজবুল্লাহ নাকি চুক্তি লঙ্ঘন করে নিজেদের সংগঠিত করছে। তবে শুরু থেকেই হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করে আসছে।
২০২৩ সালের অক্টোবরে হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহ এতে অংশ নেয়। প্রথমদিকে তারা বিচ্ছিন্নভাবে হামলা চালালেও পরে ইসরায়েলের সঙ্গে তাদের পূর্ণমাত্রার সংঘাত শুরু হয়, যা যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। তবু লেবাননে ইসরায়েলের হামলা থামেনি।
সূত্র: আল জাজিরা