রাত গভীরে রাজধানীর গুলিস্তানের একটি মার্কেটে আগুন লেগেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, গুলিস্তান মোড়ে হোটেল রমনার পাশে অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে রাত ১২টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
22
রাত গভীরে রাজধানীর গুলিস্তানের একটি মার্কেটে আগুন লেগেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, গুলিস্তান মোড়ে হোটেল রমনার পাশে অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে রাত ১২টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।