বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে শততম ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়ে তিনি বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামেন। এই বিশেষ মুহূর্তটি গ্যালারিতে বসে উপভোগ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
দিনের খেলা শেষে গণমাধ্যমে কথা বলতে গিয়ে মুশফিককে অভিনন্দন জানিয়ে আসিফ বলেন, “আশা করি মুশফিক ভাইকে অনুসরণ করে ভবিষ্যতে আরও অনেক বাংলাদেশি ক্রিকেটারও শততম টেস্টের ক্লাবে নাম লেখাবেন।”
তিনি আরও স্মরণ করেন, শৈশব থেকেই মুশফিকুর রহিম দেশের ক্রিকেটভক্তদের কাছে ভরসার নাম। ক্রীড়া উপদেষ্টা বলেন, “মুশফিক ভাইয়ের সঙ্গে আমাদের শৈশব জড়িয়ে আছে। আমাদের বয়সী যারা ক্রিকেট দেখে বড় হয়েছি, সবাই জানি—বাংলাদেশের অবস্থা যত কঠিনই হোক, মুশফিক ভাই ব্যাট হাতে এলেই মনে হতো এবার কিছুটা স্বস্তি মিলবে, দলটা স্থিরতা পাবে।”
অপরাজিত ৯৯ রানে দিন শেষ করা মুশফিকের ইনিংসকে ‘সাসপেন্স’ উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “এমন সাসপেন্স থাকা দারুণ। আশা করি আগামীকাল সেঞ্চুরিটা পূরণ হবে। শততম টেস্টে সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা মুশফিক ভাইয়ের ভেতর এখনও অনেক ক্রিকেট বাকি আছে। আশা করি তিনি এখানেই থেমে থাকবেন না।”
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
ঠিকানা: ১/১৬ তাজমহল রোড, ব্লক: সি মোহাম্মদপুর, ঢাকা ।
বিজ্ঞাপন ও বার্তা বিভাগ : 01569118393 (Phone & WhatsApp)
ই-মেইল: alokitojanapadbd@gmail.com
সামাজিক যোগাযোগ মাধ্যম
ওয়েবসাইট
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত