বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :

লিবিয়া সমুদ্রপথে আবারো নৌকাডুবি, কেড়ে নিলো মুকসুদপুরের ২ যুবকের প্রাণ

বাদশাহ মিয়া মুকসুদপুর ( গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৫ Time View
99

অবৈধ পথে ইটালী যাত্রা, ভূমুদ্য সাগরে আবারও ঝরলো গোপালগঞ্জের মুকসুদপুরের ২ তাঁজা প্রাণ।

এতে উপজেলার ননীক্ষির ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। এ ঘটনায় একই গ্রামের আরও ৬ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ।

মঙ্গলবার ( ১৮ নভেম্বর)  বিকালে সরেজমিনে এমন দৃশ্য চোখে পড়েছে। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও  স্থানীয় সুত্রে জানাগেছে, পশ্চিম লওখন্ডা গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখ ও একই গ্রামের আকোব আলী শেখের ছেলে এনামুল শেখ ভূমুদ্য সাগরে ট্রলার ডুবিতে নিহত হয়েছে।

যাদের এখনো কোন খোঁজ পাওয়া যায়নি তারা হলেন, পশ্চিম লওখন্ডা গ্রামের আওলাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ, একই গ্রামের হায়দার শেখের ছেলে ধলা শেখ, ইকরাম মীনার ছেলে দুলাল মীনা, হায়দার মীনার ছেলে আশিক মীনা, খালেক মোল্যার ছেলে সোহেল মোল্যা ও কাশালিয়া ইউপির গুনহর গ্রামের হাফিজ মীনার ছেলে নিয়াজ মীনা।

নিহত এনামুল শেখের পিতা আকোব আলী শেখ জানান, আমার ছেলে এনামুল শেখকে নিয়ে বৃহস্পতিবার রাতে লিবিয়ার আল খুমস উপকূল অঞ্চল থেকে একটি বোট যাত্রা শুরু করে। পরে কোষ্টগার্ড তাদের তাড়া করলে নৌকাটি ডুবে আমার ছেলে ঘটনাস্থলে নিহত হয় বলে তিনি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গত ১ মাস আগে ২১ লাখ টাকার বিনিময়ে মাদারিপুরের দালাল এনামুলের মাধ্যমে আমার ছেলেকে লিবিয়া পাঠাই। একমাস পরে তাকে গেম দিয়েছে। ২১ লাখ টাকার বিনিময়ে আমার ছেলে লাশ হলো। সরকারের কাছে দাবি আমার ছেলের লাশটা দেশে আনতে ব্যবস্থা করে দিন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense