বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ড তারেকের দল সম্পর্কে যে তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে রাজৈরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হারুনের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয় দেখা দিয়েছে তারেক রহমানের জন্মদিনে কেক কাটতে নিষেধাজ্ঞা জারি করেছে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে শার্শায় হ্যান্ডকাফ পরানোর সময় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত অনলাইনে প্রেম কলেজছাত্রী ভারতে পাচার শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ মুকসুদপুরে গণপিটুনিতে গরুচোর নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার, আতঙ্কে পুরুষশূন্য চার গ্রাম

সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে রাজৈরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪৩ Time View
56

মাদারীপুর-২ (সদরের একাংশ ও রাজৈর) আসনে কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে রাজৈরে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ১১ ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলের ব্যানার-ফেস্টুন নিয়ে রাজৈর পৌরসভার শাহ্ সুফী জোনাব আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সামনে জড়ো হন। মুহূর্তেই পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।

মিছিলটি রাজৈর কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকা হয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শেষ হয়। এর আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীদের পৃথক মিছিল এসে মূল মিছিলে যুক্ত হয়।

গন মিছিলে অংশগ্রহণ করেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্নআহবায়ক জামিনুর রহমান মিঠু ,মাদারীপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান খান অহিদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কদমবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু ,জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ সায়েম বেপারী, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সুমন মাতুব্বর, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালমা মিনু, প্রচার সম্পাদক খালেদা ইসলাম, বিএনপির আহবায়ক রাজৈর পৌরসভার জাকির হোসেন শেখ,রাজৈর উপজেলা বিএনপির প্রবীণ নেতা রেজাউল করিম রাজা মিয়া, রাজৈর উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ ফকির, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সমর্থকরা বলেন, দলের দুঃসময় থেকে এখন পর্যন্ত হেলেন জেরিন খান মাঠে ছিলেন। ত্যাগ, যোগ্যতা আর সাংগঠনিক দক্ষতার দিক থেকে তিনি মাদারীপুর-২ আসনের সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী। তারা আরও দাবি করেন, এলাকার সাধারণ মানুষসহ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তার মনোনয়ন প্রত্যাশা করছেন।
নেতাকর্মীরা ৩১ দফা রূপরেখা, গণতন্ত্র পুনরুদ্ধার স্লোগান দেন। নেতা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।
স্থানীয় বিএনপি নেতাদের মতে, মনোনয়ন ঘোষণা হলে এলাকায় নির্বাচনী মাঠ আরও উজ্জীবিত হয়ে উঠবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense