বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনকে কেন্দ্র করে কোনো ধরনের আয়োজন না করার নির্দেশ দিয়েছে দলটি। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (২০ নভেম্বর) তারেক রহমানের জন্মদিন। এ উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার টানানো, আলোচনা সভা আয়োজনসহ কোনো প্রকার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করা যাবে না। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ঢাকাসহ সারাদেশে বিএনপির সব ইউনিটের নেতাকর্মীদের এই দলীয় নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
37
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনকে কেন্দ্র করে কোনো ধরনের আয়োজন না করার নির্দেশ দিয়েছে দলটি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (২০ নভেম্বর) তারেক রহমানের জন্মদিন। এ উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার টানানো, আলোচনা সভা আয়োজনসহ কোনো প্রকার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ঢাকাসহ সারাদেশে বিএনপির সব ইউনিটের নেতাকর্মীদের এই দলীয় নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।