
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ৭ নং কায়বা ইউনিয়নের রুদ্রপুর এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রথমে রুদ্রপুর এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মফিকুল হাসান তৃপ্তি। পরে এলাকাবাসী, যুবসমাজ, নারী ভোটার এবং দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গণসংযোগ ও উঠান বৈঠক। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয় এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল হাসান তৃপ্তি। এ সময় সভাপতিত্ব করেন ইমাম হোসেন। উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন,শার্শা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মিয়ার রহমান, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, বিএনপি যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি কামরুজ্জামান, সদস্য সুজন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন,“জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভালোবাসাই আমার শক্তি, আপনাদের সহযোগিতা থাকলে যশোর-১ আসন হবে গণতন্ত্রের দুর্গ।” এ সময় বলেন,এই এলাকার সকল রাস্তা পাকা করে দেওয়া হবে, বন্যা থেকে বাঁচতে বাঁধ নির্মাণ ও ফারাক্কাথ মত সুইচগেট নির্মাণ করবো , তাছাড়া নারীদের কে চাকরি ও সার্বিক সহযোগিতা করব। শেষে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়।