
আজ ১৫ নভেম্বর ২০২৫, শনিবার—আলোকিত জনপদের সম্পাদক অ্যাডভোকেট গৌরাঙ্গ বসুর সহধর্মিনী সুলেখা রানীর ভাই কিশোরী লাল বৈদ্য চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শান্তভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর। ব্যক্তিজীবনে তিনি ছিলেন এক নিষ্ঠাবান, সৎ ও মূল্যবোধসম্পন্ন মানুষ।
কিশোরী লাল বৈদ্য তিন পুত্র, চার কন্যা, চার পুত্রবধূসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বাসিন্দা তিনি জলিরপাড় ইউনিয়নের চেয়ারম্যান বিভা রানী মণ্ডলের শ্বশুর ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার চিরশান্তি কামনায় সকলের দোয়া ও প্রার্থনা কামনা করা হয়েছে। আগামীকাল রবিবার সকালে ধর্মীয় রীতি অনুযায়ী নিজ বাড়িতেই তাঁর দাফন সম্পন্ন করা হবে।