শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সুজনের রংপুর জেলা ও মহানগর কমিটি গঠন সুনামগঞ্জের বিন্নাকুলি লাউরেগর রাস্তার পাশে সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন করে মালেক বাহিনী কালকিনিতে কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন শুরু হয়েছে ,এতে পাঁচ দেশের আলেম-ওলামা অংশগ্রহণ করছেন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমে আসামির বক্তব্য প্রচার হওয়ায় আদালত আরএমপি কমিশনারকে তলব করেছে জবিতে উদীচীর কক্ষে গাজাসেবনের অভিযোগ, নিষেধ করায় সাংবাদিককে হুমকি বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সম্পর্কিত সমন্বিত নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে শনিবার থেকে শুরু হচ্ছে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম, যেখানে শিক্ষার্থীরা প্রতিদিনই পাবে ভিন্ন ভিন্ন খাবার

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমে আসামির বক্তব্য প্রচার হওয়ায় আদালত আরএমপি কমিশনারকে তলব করেছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩৭ Time View
ছবি : সংগৃহীত
61

হত্যা মামলার আসামি লিমন মিয়াকে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বিভিন্ন গণমাধ্যমে ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দেওয়ার সুযোগ কেন দেওয়া হলো—এ বিষয়ে কারণ জানতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৯ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর রাজপাড়া থানার আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এ আদেশ দেন।

গত ১৩ নভেম্বর লিমন মিয়া রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ১৭ বছর বয়সী ছেলে তাওসিফ রহমানকে ধারালো ছুরি দিয়ে আঘাত ও শ্বাসরোধে হত্যা করেন। একই ঘটনায় দায়রা জজের স্ত্রী তাসমিন নাহার লুসিকেও ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। পরে ঘটনাস্থল থেকেই পুলিশ লিমনকে গ্রেপ্তার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আদালতের আদেশে বলা হয়, গণমাধ্যমে প্রচারিত সংবাদে দেখা গেছে—পুলিশি হেফাজতে থাকা অবস্থায় লিমন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দিয়েছেন। যা আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র (৩৯ বিএলডি ৪৭০) মামলাসহ সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।

এ পরিস্থিতিতে, পুলিশ হেফাজতে থেকে অভিযুক্তকে মিডিয়ার সামনে ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী ১৯ নভেম্বর আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense