শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
৬ বছরের শিশুকে ধর্ষণ, পালিয়ে গেছে ধর্ষক সুজনের রংপুর জেলা ও মহানগর কমিটি গঠন সুনামগঞ্জের বিন্নাকুলি লাউরেগর রাস্তার পাশে সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন করে মালেক বাহিনী কালকিনিতে কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন শুরু হয়েছে ,এতে পাঁচ দেশের আলেম-ওলামা অংশগ্রহণ করছেন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমে আসামির বক্তব্য প্রচার হওয়ায় আদালত আরএমপি কমিশনারকে তলব করেছে জবিতে উদীচীর কক্ষে গাজাসেবনের অভিযোগ, নিষেধ করায় সাংবাদিককে হুমকি বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সম্পর্কিত সমন্বিত নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে

কালকিনিতে কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩৭ Time View
59

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কালকিনি উপজেলা শাখার আয়োজনে ২০২৪ সালে বিভিন্ন শ্রেনীতে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৫ নভেম্বর) সকাল ১১টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালকিনি কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ ইকরাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।

কালকিনি কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারন সম্পাদক ও শিশুকানন কিন্ডারগার্টেন কেজি স্কুলের অধ্যক্ষ মোঃ মিরাজ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ হতে পক্ষ হতে বক্তব্য প্রদান করেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিবুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধির জন্য কিন্ডারগার্টেন স্কুল গুলো ব্যাপক ভূমিকা রাখছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাধারণ জ্ঞান বৃদ্ধির বিষয়ে শিক্ষকদের আরো সচেতন হতে হবে কোনভাবেই যেন কোমলমতি এসব শিক্ষার্থীদের উপর অতিরিক্ত পড়াশোনার চাপ না দেওয়া হয় সে ব্যাপারেও সকলকে খেয়াল রাখতে হবে।

কিশালয় কেজি বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক সোহেল রানা ও শিশুকানন কিন্ডারগার্টেন কেজি স্কুলের সহকারী শিক্ষক সুমি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কালকিনি ও ডাসার উপজেলার ১২টি কেজি স্কুলের ৯৮ জন ট্যালেন্টপুল এবং ৯০ জন সাধারণ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense