জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। এর অংশ হিসেবে দেশের আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে আগে নিয়োগ পাওয়া দুজন কর্মকর্তার নিয়োগও বাতিল করা হয়েছে।
এর আগে গত দুই দিনে দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়—শনিবার রাতে ১৫ জেলায় এবং রবিবার আরও ১৪ জেলায়। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে একযোগে ৫০টিরও বেশি জেলায় প্রশাসনিক পরিবর্তন আনা হলো।
নতুন পদায়ন পাওয়া জেলা প্রশাসকদের মধ্যে রয়েছেন—নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা (চট্টগ্রাম), বিপিএটিসির পরিচালক (উপসচিব) এস. এম. মেহেদী হাসান (লক্ষ্মীপুর), পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফী (মুন্সীগঞ্জ), নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান (নেত্রকোনা), অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদ (চাঁপাইনবাবগঞ্জ), প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম (নওগাঁ), নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাত (খাগড়াছড়ি), রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান (কুমিল্লা) এবং জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে পদায়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—তথ্য মন্ত্রণালয়ের শাহেদ মোস্তফা (পাবনা), বাণিজ্য মন্ত্রণালয়ের রেজাউল করিম (ঢাকা), মন্ত্রিপরিষদ বিভাগের এনামুল আহসান (রংপুর), আশেক হাসান (যশোর), তথ্য মন্ত্রণালয়ের ড. সৈয়দ এনামুল কবির (মেহেরপুর), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব শফিকুল ইসলাম (নোয়াখালী), আলম হোসেন (গাজীপুর), মাকসুদুর রহমান (গাইবান্ধা), অন্নপূর্ণা দেবনাথ (কুড়িগ্রাম), জাহাঙ্গীর আলম (মাদারীপুর), তৌহিদুজ্জামান পাভেল (মৌলভীবাজার), খায়রুল আলম সুমন (বরিশাল), তাছলিমা আক্তার (বরগুনা) এবং নাজমা আশরাফী (রাঙামাটি)।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তফসিল ঘোষণার পর ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ পর্যন্ত তারা নির্বাচনী প্রক্রিয়ার মূল দায়িত্বে থাকেন। এ সময় তারা মাঠ পর্যায়ে পোলিং, প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়োগ দেন এবং প্রশাসনিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন।
এদিকে, সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবে আট জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নতুনভাবে পদায়ন করা হয়েছে।
নতুন পদায়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—চাঁপাইনবাবগঞ্জের ডিসি মোহাম্মদ সোলায়মান (পরিকল্পনা বিভাগ), মুন্সীগঞ্জের ডিসি ফাতেমা তুল জান্নাত (সমাজকল্যাণ মন্ত্রণালয়), নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল (কৃষি মন্ত্রণালয়), খাগড়াছড়ির ডিসি এ. বি. এম. ইফতেখারুল ইসলাম খন্দকার (স্বাস্থ্য সেবা বিভাগ), লক্ষ্মীপুরের ডিসি রাজীব কুমার সরকার (সংস্কৃতি মন্ত্রণালয়), চট্টগ্রামের ডিসি সাইফুল ইসলাম (নৌপরিবহন মন্ত্রণালয়), নেত্রকোনার ডিসি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান (ভূমি মন্ত্রণালয়) এবং কুমিল্লার ডিসি মো. আমিরুল কায়সার (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ)।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত