সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
“দিল্লিকে কাঁপানো ৩৭ মিনিট: ঘটনার বিবরণ” দিল্লিতে বিস্ফোরণ : মুম্বাই ও উত্তরপ্রদেশে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা সরকারি কর্মচারীদের আয়কর কর্তনের নতুন নির্দেশনা রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে : প্রেস উইং আ.লীগের দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করা হবে : লায়ন ফারুক মাদারীপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ২ শার্শায় মাদক মুক্ত সমাজ গড়তে চান-মফিকুল হাসান তৃপ্তি মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ চাষীকে কুপিয়ে জখম ৭১-এর চেতনাকে রক্ষা করতে হবে-মির্জা ফখরুল মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে কোঅর্ডিনেশন সভা

শার্শায় মাদক মুক্ত সমাজ গড়তে চান-মফিকুল হাসান তৃপ্তি

মোঃ আরিফুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫৭ Time View
79

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে পুটখালী ইউনিয়নের বালুন্ডা হাইস্কুল মাঠে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপি নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ জনগণের বিপুল উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মফিকুল হাসান তৃপ্তি তাঁর বক্তব্যে বলেন,শার্শা উপজেলা একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক চোরাচালান ও বেকারত্ব একটি বড় সমস্যা। ধানের শীষে ভোট দিয়ে জননেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। নির্বাচিত হলে সীমান্তবর্তী এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করবো ।

তিনি আরও বলেন,শিক্ষিত যুবকদের জন্য চাকরির সুযোগ তৈরি করব, বেকার নারীদের ঘরে বসে কাজের সুযোগ দিয়ে শার্শাকে শিল্পের নগরীতে রূপান্তরিত করব। কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। আমি ইতোমধ্যে এই ইউনিয়নের ১৫ জনকে পুলিশের চাকরি দিতে পেরেছি এবং পুটখালী যুবদল নেতা খালেক হত্যার বিচার অবশ্যই করব।”

সভায় সভাপতিত্ব করেন বালুন্ডা ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ।

যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক ইমদাদ সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু।

এ সময় আরও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসভাপতি ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন তাইজেল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, বেনাপোল পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহীদ সহ বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জনি হায়দার আশরাফুজ্জামান মির্জা
জেলা ছাত্রদলের সহসভাপতি শাহানুর রহমান শাওন, বিএনপি নেতা আব্দুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

কর্মীসভা শেষে মোঃ মফিকুল হাসান তৃপ্তি বালুন্ডা বাজার ও বারোপোতা বাজারে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণ কৃষকদের সঙ্গে আলাপ করে ৩১ দফার প্রতিটি বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense