সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

শান্ত জানালেন, কেন তিনি পুনরায় অধিনায়কত্ব গ্রহণ করলেন

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৯ Time View
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
33

গত জুনে ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন। সে সময় তিনি জানিয়েছিলেন, দলের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজ দিয়ে আবারও লাল বলের ক্রিকেটের অধিনায়ক হয়েছেন তিনি।

সোমবার (১০ নভেম্বর) ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে শান্ত প্রথম টেস্টের পাশাপাশি পুনরায় অধিনায়কত্ব নেওয়ার কারণও জানান। তিনি বলেন, “কিছু দিন অধিনায়ক ছিলাম না। সেই সময় রিল্যাক্স করেছি, উপভোগ করেছি। ক্রিকেট বোর্ডের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। সময়ের সঙ্গে বুঝতে পেরেছি, ব্যক্তিগত স্বার্থের চেয়ে বাংলাদেশ দলের স্বার্থ বড়। এক্স ক্রিকেটারদের পরামর্শও আমাকে অনেক সাহায্য করেছে, তাই আবার দায়িত্ব নিয়েছি।”

শান্ত সদ্য ব্যাটিং কোচ হওয়া আশরাফুলকে নিয়েও মন্তব্য করেন, “আশরাফুল ভাইয়ের খেলা আমরা টিভিতে দেখেছি। তার অভিজ্ঞতা আমাদের কাজে আসবে এবং আমরা তার সঙ্গে খুশি।”

কোচ সালাউদ্দিনের চাকরি ছাড়ার প্রসঙ্গে শান্ত বলেন, “তিনি কেন দায়িত্ব ছাড়লেন, তা আমি জানি না। এটা বোর্ড ও তার বিষয়। আমার সঙ্গে তার অভিজ্ঞতা খুব ভালো। তিনি সব ক্রিকেটারকে সমানভাবে দেখেন, বাইরের আলোচনা সব সত্যি নয়।”

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense