রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১০ নভেম্বর) এক বার্তায় ডিবি এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তায় আরও জানানো হয়, ঝটিকা মিছিলের পরিকল্পনা ও অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এই ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত