
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন ১১ নভেম্বর থেকে শুরু হয়ে ২১ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত চলবে। আবেদন ফি জমা দিতে হবে ২২ নভেম্বর রাত ১১:৫৯ এর মধ্যে।
এবার এমবিবিএস কোর্সে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৫,১০০ এবং বিডিএস কোর্সে ৮টি সরকারি কলেজের ডেন্টাল ইউনিটে আসন ৫৪৫। সব সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি একই পরীক্ষার মাধ্যমে হবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর, সকাল ১০টা থেকে ১১:১৫ পর্যন্ত। ১০০ নম্বরের পরীক্ষায় থাকবে:
জীববিজ্ঞান: ৩০
রসায়ন: ২৫
পদার্থবিজ্ঞান: ১৫
ইংরেজি: ১৫
সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলী: ১৫
প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে। পাস নম্বর ৪০।
প্রার্থী যোগ্যতা:
প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২০২৪ বা ২০২৫ সালের এইচএসসি/এ লেভেল উত্তীর্ণ হতে হবে।
২০২২ সালের আগে এসএসসি/ও লেভেল পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
ন্যূনতম মোট জিপিএ ৮.৫০ এবং জীববিজ্ঞানে ৩.৫০ থাকতে হবে।
উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.০০ গ্রহণযোগ্য, তবে কোনো একক পরীক্ষায় ৩.৫০ এর কম চলবে না।
এসএসসি ও এইচএসসির জিপিএ ১০০ নম্বর হিসেবে মূল্যায়ন করে মেধাক্রম নির্ধারণ করা হবে। এসএসসি জিপিএ × ৮ (সর্বোচ্চ ৪০) এবং এইচএসসি জিপিএ × ১২ (সর্বোচ্চ ৬০) লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে যোগ হবে। গত বছরের এইচএসসি পাস শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ৩ এবং গত শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল/ডেন্টাল কলেজে ভর্তি শিক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেওয়া হবে।
প্রবেশপত্র ডাউনলোড করতে হবে ৭–৯ ডিসেম্বর এবং হাজিরা সিট প্রকাশ হবে ৯ ও ১০ ডিসেম্বর।
বিস্তারিত তথ্য ও আবেদন: