গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ গোলাম মোস্তফা।
মেডিকেল অফিসার মনোষ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। এছাড়া উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমোদ মোল্লা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
ডাঃ রায়হান ইসলাম শোভন বলেন, “টাইফয়েড টিকা ক্যাম্পেইন আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। ৯ নভেম্বর পর্যন্ত ৬৭,৮৩৬ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। তবে এখনও অনেক শিশু টিকা পাননি। অনেক অভিভাবক গুজবে বিশ্বাস করে টিকা দিতে অনিচ্ছুক, আবার কিছু শিশু অসুস্থ থাকায় টিকা নিতে পারেনি। ক্যাম্পেইন শেষ হওয়ার পরও দুই দিন হাসপাতালে গিয়ে শিশুরা টিকা নিতে পারবে। এছাড়া আগামী এক সপ্তাহ ধরে ইপিআই টিকা কেন্দ্রে এসে নয় মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু টিকা নিতে পারবে। যারা আগে রেজিস্ট্রেশন করেনি, তাদেরও মাঠকর্মীরা রেজিস্ট্রেশন করে টিকা প্রদান করবে।”
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত