মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে গভীর রাতে ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে হত্যা করেছে তার ছেলে। ঘটনার পর ঘাতক ছেলে নিহত বাবার পাশে বসে ছিলেন। পুলিশ পরে তাকে আটক করেছে।
রোববার (৯ নভেম্বর) শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। সোমবার (১০ নভেম্বর) সকালে পুলিশ নিহত মতি মিয়ার (৬৫) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
https://youtu.be/SvSAahsKJEU
নিহত মতি মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। কয়েক দিন আগে তিনি পরিবার নিয়ে কাজের সন্ধানে মাদারীপুরে আসেন এবং ভাড়া বাসায় থাকছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রোববার বিকেল থেকেই বাবার সঙ্গে ছেলে ফারুক মিয়ার (২৭) মধ্যে পারিবারিক বিরোধের কারণে তর্ক হয়। রাত আনুমানিক ১টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে ফারুক পরিকল্পিতভাবে ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার সময় পরিবারের অন্যরা ঘুমে থাকায় কাউকে কেউ থামাতে পারেনি। হত্যার পর ঘাতক ছেলে মরদেহের পাশে বসে সিগারেট পান করছিল।
পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত কোদাল জব্দ করেছে এবং হত্যাকারী ছেলেকে গ্রেপ্তার করেছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত