সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

পুরান ঢাকায় গুলি চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৭ Time View
ছবি : সংগৃহীত
42

রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি জানান, গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনে ফাঁকা জায়গায় দুর্বৃত্তরা গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা ওই ব্যক্তিকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense