সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

কার্যক্রমে নিষিদ্ধ দল বিক্ষোভে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৬ Time View
33

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বা তাদের সহযোগী ও সমর্থকরা যদি কোনো ধরনের বিক্ষোভের চেষ্টা করে, তাহলে আইন তার সর্বোচ্চ কঠোরতা প্রয়োগ করবে।

সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বক্তব্য দেন।

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, বিএনপি বিরোধী আন্দোলনের সময়কার মতো পরিস্থিতি ভেবে বাংলাদেশ আওয়ামী লীগ (বিএএল), তাদের সহযোগী সংগঠন ও গণহত্যাকারী নেত্রী মনে করছেন, এখন নাকি আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময় ফিরে এসেছে।

কার্যক্রম নিষিদ্ধ দল বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব

প্রেস সচিব বলেন, তাদের ধারণা, দিনের বেলায় এক ডজন মানুষকে হত্যার পর রাস্তা দখলের উদ্দেশ্যে হাজার হাজার সশস্ত্র দুর্বৃত্তকে ঢাকার কেন্দ্রস্থলে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।

শেষে তিনি লেখেন, “দুঃখিত—এটি এখন এক নতুন বাংলাদেশ। জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করার চেষ্টা করবেন না। মনে রাখবেন—এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এটি জুলাই—চিরন্তন জুলাই।”

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense