সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে বিস্ফোরণ : মুম্বাই ও উত্তরপ্রদেশে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা সরকারি কর্মচারীদের আয়কর কর্তনের নতুন নির্দেশনা রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে : প্রেস উইং আ.লীগের দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করা হবে : লায়ন ফারুক মাদারীপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ২ শার্শায় মাদক মুক্ত সমাজ গড়তে চান-মফিকুল হাসান তৃপ্তি মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ চাষীকে কুপিয়ে জখম ৭১-এর চেতনাকে রক্ষা করতে হবে-মির্জা ফখরুল মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে কোঅর্ডিনেশন সভা বাবা হত্যা, ছেলে মরদেহের পাশে সিগারেট হাতে।

মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে কোঅর্ডিনেশন সভা

বাদশাহ মিয়া মুকসুদপুর ( গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৯ Time View
114

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ গোলাম মোস্তফা।

মেডিকেল অফিসার মনোষ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। এছাড়া উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমোদ মোল্লা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ডাঃ রায়হান ইসলাম শোভন বলেন, “টাইফয়েড টিকা ক্যাম্পেইন আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। ৯ নভেম্বর পর্যন্ত ৬৭,৮৩৬ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। তবে এখনও অনেক শিশু টিকা পাননি। অনেক অভিভাবক গুজবে বিশ্বাস করে টিকা দিতে অনিচ্ছুক, আবার কিছু শিশু অসুস্থ থাকায় টিকা নিতে পারেনি। ক্যাম্পেইন শেষ হওয়ার পরও দুই দিন হাসপাতালে গিয়ে শিশুরা টিকা নিতে পারবে। এছাড়া আগামী এক সপ্তাহ ধরে ইপিআই টিকা কেন্দ্রে এসে নয় মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু টিকা নিতে পারবে। যারা আগে রেজিস্ট্রেশন করেনি, তাদেরও মাঠকর্মীরা রেজিস্ট্রেশন করে টিকা প্রদান করবে।”

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense