সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

নতুন রূপে ফিরে আসছে ঢাকার পুলিশ বক্স

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪৫ Time View
প্রতীকী ছবি : সংগৃহীত
68

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহরের ফুটপাতের পাশে থাকা পুরোনো ধাঁচের পুলিশ বক্সগুলোকে নতুন রূপে সাজানোর উদ্যোগ নিয়েছে। আধুনিক নকশা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং পথচারীবান্ধব ডিজাইন নিয়ে নির্মিত হচ্ছে ‘স্মার্ট পুলিশ বক্স’।

নতুন এই পুলিশ বক্সগুলোর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে নিচ দিয়ে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। প্রতিটি ইউনিট হবে ২০ ফুট লম্বা, ৮ ফুট চওড়া এবং ৮ ফুট উঁচু ইনসুলেটেড কনটেইনার, যেখানে থাকবে প্রয়োজনীয় দাপ্তরিক আসবাবপত্র, পর্যাপ্ত আলোকসজ্জা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।

পরিবেশবান্ধব দিকটি মাথায় রেখে প্রতিটি বক্সে সংযুক্ত করা হচ্ছে এসটিপি (Sewage Treatment Plant), যা ময়লা ও দূষিত পানি পরিশোধন করে বাগান পরিচর্যা বা অন্য কাজে পুনর্ব্যবহারযোগ্য করবে। ফলে এটি শুধু নিরাপত্তা নয়, পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখবে।

এই মাসেই আগারগাঁওয়ে প্রথম স্মার্ট পুলিশ বক্সটির উদ্বোধন করা হবে। পরে পর্যায়ক্রমে ঢাকার অন্য এলাকাতেও একই নকশায় নতুন পুলিশ বক্স স্থাপন করা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ তাদের ফেসবুক পেজে এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেছেন।

নতুন রূপে আসছে ঢাকার পুলিশ বক্স

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ঢাকায় চালু হচ্ছে স্মার্ট, পরিবেশ ও পথচারীবান্ধব পুলিশ বক্স। ঢাকা উত্তর সিটি করপোরেশন রাজধানীতে আধুনিক নকশার স্মার্ট পুলিশ বক্স নির্মাণ করছে, যা একসঙ্গে পরিবেশবান্ধব এবং পথচারীবান্ধব।

অন্যদিকে মোহাম্মদ এজাজ লিখেছেন, আমাদের নতুন পুলিশ বক্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে নিচ দিয়ে মানুষ চলাচল করতে পারে। এই মাসেই আগারগাঁওয়ের প্রথম বক্সটি উদ্বোধন করা হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense