Dhaka 12:02 am, Monday, 10 November 2025

শার্শা নিজামপুরে পথসভায় ধানের শীষের পক্ষে সমর্থন চাইলেন মফিকুল হাসান তৃপ্তি

109

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের ফকিরতলা ও উত্তরপাড়া এলাকায় পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ নভেম্বর ২০২৫) কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা মফিকুল হাসান তৃপ্তি এ গণসংযোগে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।

১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ,যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সহ-সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ ও মেহেদী হাসান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন,“বিএনপি কখনো অপকর্মের রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, আমরা তাদের ধারায় চলি না। ধানের শীষ মানেই মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের প্রতীক।”

তিনি আরও বলেন,“বর্তমানে দেশের রাজনীতিতে গভীর ষড়যন্ত্র চলছে। কিছু কুচক্রী মহল জামায়াতের নামে বিভ্রান্তি সৃষ্টি করে বিএনপির জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু এসব ষড়যন্ত্র সফল হবে না। জনগণ গণতন্ত্রের পক্ষে, ন্যায়ের পক্ষে, ধানের শীষের পক্ষে।”

তিনি নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “সময়ের প্রয়োজনে আপনাদের আবারো মাঠে নামতে হতে পারে। জনগণের অধিকার ও ভোটের স্বাধীনতা ফিরিয়ে আনতে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।”

পথসভা ও গণসংযোগ শেষে এলাকাবাসী ধানের শীষের প্রতি তাদের পূর্ণ সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :
About Author Information

Main Section

Popular Post

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত

শার্শা নিজামপুরে পথসভায় ধানের শীষের পক্ষে সমর্থন চাইলেন মফিকুল হাসান তৃপ্তি

Update Time : 07:38:27 pm, Sunday, 9 November 2025
109

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের ফকিরতলা ও উত্তরপাড়া এলাকায় পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ নভেম্বর ২০২৫) কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা মফিকুল হাসান তৃপ্তি এ গণসংযোগে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।

১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ,যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সহ-সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ ও মেহেদী হাসান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন,“বিএনপি কখনো অপকর্মের রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, আমরা তাদের ধারায় চলি না। ধানের শীষ মানেই মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের প্রতীক।”

তিনি আরও বলেন,“বর্তমানে দেশের রাজনীতিতে গভীর ষড়যন্ত্র চলছে। কিছু কুচক্রী মহল জামায়াতের নামে বিভ্রান্তি সৃষ্টি করে বিএনপির জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু এসব ষড়যন্ত্র সফল হবে না। জনগণ গণতন্ত্রের পক্ষে, ন্যায়ের পক্ষে, ধানের শীষের পক্ষে।”

তিনি নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “সময়ের প্রয়োজনে আপনাদের আবারো মাঠে নামতে হতে পারে। জনগণের অধিকার ও ভোটের স্বাধীনতা ফিরিয়ে আনতে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।”

পথসভা ও গণসংযোগ শেষে এলাকাবাসী ধানের শীষের প্রতি তাদের পূর্ণ সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেন।