
গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্যে বলেন, গোপালগঞ্জ -১ আসন বাংলাদেশের ৩০০ আসনের বাইরে না। এবারের নির্বাচনে ৩০০ আসনের বিএনপি সর্বোচ্চ আসনে বিজয় লাভ করবে এবং বিএনপি ক্ষমতায় যাবে। আমরা যদি গোপালগঞ্জ -১ আসনে বিজয় লাভ করতে না পারি, তাহলে আমাদের ভাগ্য উন্নয়নে কথা বলা সম্ভব হবে না। তাই আমি অনুরোধ করবো আসুন আমরা এই এলাকার স্বার্থে, এলাকার সাধারণ জনগনের ভাগ্য উন্নয়নের স্বার্থে আগামীর বাংলাদেশ তারেক রহমানের ধানের শীষে ভোট দিয়ে এই আসনে বিজয় লাভ করে সাধারণ জনগণের পক্ষে কথা বলার সুযোগ করে দেই।
তিনি আরো বলেন, বিগত দিনের পাতানো নির্বাচনে সাধারণ মানুষ তাদের ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে। তবে এবারের নির্বাচনে আপনার ভোট আপনার পছন্দের প্রার্থীকে দিতে পারবেন। আপনাদের পছন্দের ভোট ধানের শীষে দিয়ে এ আসন থেকে বিজয়ী করে, এলাকার উন্নয়নের সুযোগ করে দিবেন।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মহারাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে, লোহাচুরা দাখিল মাদ্রাসা মাদ মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাচান বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাইয়ুম মুন্সির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম,
মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজীসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাদশাহ মিয়া মুকসুদপুর ( গোপালগঞ্জ) প্রতিনিধি 

















