
গোপালগঞ্জের মুকসুদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী।
শুক্রবার (৭নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা জামায়েত ইসলামীর দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মুকসুদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি নজিবুর রহমানের সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আবদুল হামীদ, গোপালগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবদুল ওহাব মোল্লা, সেক্রেটারি আল মাসুদ খান, উপজেলা নায়েবে আমীর ক্বারী আঃ আজিজ, পৌর সেক্রেটারি আবু তালেব প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘সাধারণ শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার অন্তর্ভুক্তি চায় জামায়াতে ইসলামী। আল্লাহর প্রতি বিশ্বাস, সমাজ, রাষ্ট্র থেকে প্রতিটা বিষয়ে জামায়াতে ইসলামীর আদর্শ বিদ্যমান। জামায়াতে ইসলামী সংগঠন প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভালোবাসার সংগঠন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা আবদুল হামীদ তার বক্তব্যে বলেন, আমরা নির্বাচনী প্রচারণায় গিয়ে জেনেছি, প্রশাসনের দ্বারা সাধারণ ও নিরপরাধ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলবো যেন কোন নিরপরাধ সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে মনোনীত করার পর থেকে আমি প্রতিটি ইউনিয়নের স্কুল, কলেজ, হাট বাজার থেকে শুরু করে প্রতিটি গ্রামে জনসংযোগ করে যাচ্ছি। এতে আমি সাধারণ মানুষের যে সাড়া পেয়েছি, তাতে আমি আশাবাদী, আল্লাহ চাইলে গোপালগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয় লাভ করবে ইনশাআল্লাহ।
এসময়, মুকসুদপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।