শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেশি মুরগির দাম কেজিতে ৬০০ টাকা, ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ টাকায় মাছের বাজারে দাম স্থিতিশীল নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ নামে কোনো বিষয় থাকবে না মির্জা ফখরুল: গণতন্ত্রকে আবারও নাশের ষড়যন্ত্র চলছে মাইকেলের আগমন ঘটছে ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে সব ধরনের অসত্য তথ্যের বিরুদ্ধে প্রতিবাদ গোপালগঞ্জ জেলা পুলিশের কিট পরিদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ১৪৯ কিলোমিটার বেগে বয়ে যাওয়া টাইফুনের তাণ্ডবে বিমানবন্দর ও মহাসড়ক বন্ধ ঘোষণা ‘জরুরি প্রয়োজন’ ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ আমার মেয়েকে তারা নৃশংসভাবে হত্যা করেছে সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে নারীর ক্ষমতায়ন ও বৈষয়িক জীবনযাপন বিষয়ক সেমিনার

মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩৪ Time View
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইলিয়াসপত্নী লুনা। ছবি : সংগৃহীত
56

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা। প্রার্থিতার খবর জানার পর তিনি মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার সূচনা করেন।

মাজার জিয়ারত শেষে লুনা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছেন—এটি বিশ্বনাথ ও ওসমানীনগরবাসীর গর্বের প্রতীক। এখন আমাদের সকল বিভেদ ভুলে একসাথে কাজ করে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে, সেটিই হবে রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি আমাদের উপহার।”

তিনি আরও বলেন, “আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে মাঠে নেমেছি। আমার স্বামী এম. ইলিয়াস আলী যে গণমানুষের রাজনীতি করতেন, সেই ধারাবাহিকতা ধরে রাখতে আমি গত ১৩ বছর ধরে কাজ করে যাচ্ছি।”

লুনা জানান, ইলিয়াস আলী সিলেট-২ আসনে যে উন্নয়ন করেছিলেন, তিনি সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান। বিশ্বনাথ-ওসমানীনগরবাসীর অধিকার ও উন্নয়নই হবে তাঁর অঙ্গীকার।

এ সময় জেলা বিএনপি, বিশ্বনাথ ও ওসমানীনগর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাহসিনা রুশদী লুনার সঙ্গে উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category