
আরটিভিতে নতুন মেগা ধারাবাহিক নাটক ‘বিদেশ ফেরত’
আরটিভির পর্দায় শুরু হতে যাচ্ছে নতুন মেগা ধারাবাহিক নাটক ‘বিদেশ ফেরত’, যা প্রতি মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার রাত ১০টায় সম্প্রচারিত হবে। নাটকটি প্রখ্যাত নাট্যকার ও পরিচালক সাগর জাহান এর রচনা ও পরিচালনায় তৈরি, যেখানে প্রবাস ফেরত কয়েকজন মানুষের জীবন, প্রেম, জটিল সম্পর্ক ও হাস্যরসাত্মক ঘটনাগুলো চমকপ্রদভাবে উপস্থাপন করা হয়েছে।
গল্পের কেন্দ্রবিন্দু:
নাটকের গল্প আবর্তিত হয়েছে পরাণপুর গ্রামের বকুলকে ঘিরে, যিনি মালয়েশিয়া থেকে তিন বছর পর গ্রামে ফিরে আসেন। তবে এই তিন বছরের মধ্যে ছয় মাস তিনি জেলে কাটিয়েছেন এবং দেশে ফেরেন শুধুমাত্র একটি পানির বোতল হাতে নিয়ে। একসময়ের দাপুটে ‘ফাটাফাটি বকুল’ এখন ‘বোতল বকুল’ নামে পরিচিতি পায় এবং লোকলজ্জার কারণে নিজেকে ঘরবন্দি করে ফেলে।
প্রেম ও জটিলতা:
গল্পের মোড় নেয়, যখন এলাকার সুন্দরী ও দুষ্টু মেয়ে লায়লা, যিনি বকুলকে পাগলের মতো ভালোবাসে, নিজের বিয়ে ভাঙার জন্য এক অদ্ভুত কাণ্ড ঘটায়। সে বিয়ের আসরে ঘোষণা দেয় যে তার গর্ভে বকুলের সন্তান রয়েছে। গ্রামের সালিশে বকুল ও লায়লার বিয়ে প্রায় সম্পন্ন হতে চললেও, ঠিক সেই সময় মালয়েশিয়া থেকে আদিলাহ আয়শা নামে এক যুবতী হাজির হয়। সে নিজেকে বকুলের মালয়েশিয়ান স্ত্রী হিসেবে দাবি করলে, লায়লার সঙ্গে বকুলের বিয়ে আবারও ভেঙে যায়।
রুমার চরিত্র:
নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো রুমা, অভিনয়ে সাদিয়া তানজিন। রুমার স্বামী বিয়ের পর বিদেশ চলে যান এবং আর ফিরে আসেননি। তিনি বিশ্বাস করেন, স্বামী বিপদে আছেন এবং একদিন অবশ্যই ফিরে আসবেন। বর্তমানে রুমা তার মায়ের বাড়িতে থাকেন এবং তার বিশেষ গুণ হলো—যে কোনো বিষয়কে মাইকের এম্পলিফায়ারের মতো ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করা। একসময় তার স্বামী ফিরে আসলেও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ফিরে আসেন, যা রুমা মানতে নারাজ।
অন্যান্য চরিত্র ও নতুন মোড়:
নাটকে আরও দেখানো হয়েছে বিভিন্ন ‘বিদেশ ফেরত’ চরিত্র। যেমন:
লায়লাকে একতরফা ভালোবাসা রাশান রনি
আমেরিকান গ্রিনকার্ডধারী জ্যাকস, যে বকুলের বিদেশি বউ দেখে নিজেও ‘সাদা চামড়ার আমেরিকান বউ’ আনার ঘোষণা দেয়
গ্রামের প্রভাবশালী কুদরত আলী
এসব চরিত্র গল্পে নতুন মাত্রা যোগ করেছে।
কাহিনীর উত্তেজনা:
আদিলাহর টাকায় বকুলের ভাগ্য বদলায়, কিন্তু লায়লার চক্রান্ত থামে না। এ সময় মালয়েশিয়া থেকে আরেক যুবক হাজির হন, যিনি নিজেকে আদিলাহর স্বামী দাবি করেন। নানা মজার ও জটিল ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের গল্প, যেখানে এক পর্যায়ে লায়লা বকুলকে কিডন্যাপ পর্যন্ত করে।
অভিনয়:
নাটকে অভিনয় করেছেন: জামিল হোসেন, মুনমুন আহমেদ, আরফান আহমেদ, মুকিত জাকারিয়া, পূর্ণিমা বৃষ্টি, সাদিয়া তানজিন, মুসাফির বাচ্চু, আনোয়ার শাহি, তানজিম হাসান অনিক সহ আরও অনেকে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত