ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন
নিজস্ব প্রতিবেদক
Update Time :
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
৩৬
Time View
ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন
ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সানজিদা ইসলাম তুলির নাম ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি দেশের ২৩৭টি আসনের জন্য প্রাথমিক সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেন এবং তার মধ্যে তুলির নামও উল্লেখ করেন। সানজিদা ইসলাম তুলি আগের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় জোরপূর্বক গুমের শিকার পরিবারের জন্য কাজ করা ‘মায়ের ডাক’ সংস্থার সমন্বয়ক ছিলেন। উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর ভাটারা এলাকা থেকে তার ভাই সাজেদুল ইসলাম সুমনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় এবং এরপর থেকে তার খোঁজ মেলেনি। নিজের ভাই সাজেদুল ইসলাম সুমন এবং অন্যান্য গুম হওয়া ব্যক্তিদের...
52
ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সানজিদা ইসলাম তুলির নাম ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি দেশের ২৩৭টি আসনের জন্য প্রাথমিক সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেন এবং তার মধ্যে তুলির নামও উল্লেখ করেন।
সানজিদা ইসলাম তুলি আগের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় জোরপূর্বক গুমের শিকার পরিবারের জন্য কাজ করা ‘মায়ের ডাক’ সংস্থার সমন্বয়ক ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর ভাটারা এলাকা থেকে তার ভাই সাজেদুল ইসলাম সুমনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় এবং এরপর থেকে তার খোঁজ মেলেনি। নিজের ভাই সাজেদুল ইসলাম সুমন এবং অন্যান্য গুম হওয়া ব্যক্তিদের বিষয় নিয়ে তুলি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে মুখ খুলে আসছেন।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।