আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২০০-র বেশি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। সোমবার (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকা অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জের তিনটি আসনেই প্রার্থী দিয়েছে বিএনপি। গোপালগঞ্জ-১ আসনে দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনে ড্যাব নেতা কেএম বাবর, এবং গোপালগঞ্জ-৩ আসনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী মনোনয়ন পেয়েছেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। এদিন মোট ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে দলটি।
80
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২০০-র বেশি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। সোমবার (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জের তিনটি আসনেই প্রার্থী দিয়েছে বিএনপি।
গোপালগঞ্জ-১ আসনে দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম,
গোপালগঞ্জ-২ আসনে ড্যাব নেতা কেএম বাবর,
এবং গোপালগঞ্জ-৩ আসনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী মনোনয়ন পেয়েছেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এদিন মোট ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে দলটি।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।