মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ উলভার্টের সেঞ্চুরি ম্লান করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দুর্দান্ত জয় দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন সেলিমুজ্জামান ধানের চেয়ে খড়ের মূল্য এখন বেশি

ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন

জনপদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯৭ Time View
24

সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায়, ওই এলাকা বিশেষ নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে একটি চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস সালামের স্বাক্ষরিত চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, অফিসের সময় শেষে নির্বাচন ভবনের আশপাশে রাত পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম চলার কারণে নাশকতার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। তাই এসব কার্যক্রম বন্ধ করে নিরাপত্তা টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৫ অক্টোবর শনিবার রাত ১১টা ১০ মিনিটে কিছু দুষ্কৃতকারী নির্বাচন ভবনের ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় ভবনটির নিরাপত্তা নিয়ে ইসি উদ্বেগ প্রকাশ করেছে।

নির্বাচন ভবনের চারপাশে অফিস সময়ের পর ও ছুটির দিনগুলোতে চলমান ব্যবসায়িক কার্যক্রম নিরাপত্তা ঝুঁকি আরও বাড়াচ্ছে বলে ইসি জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে, জরুরি ভিত্তিতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category