মাদারীপুরে দেশি-বিদেশি অস্ত্রসহ নারীসহ ৬ জন আটক, অভিযান পরিচালনায় যৌথবাহিনী
মাদারীপুর জেলা প্রতিনিধি
Update Time :
শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
১৯১
Time View
মাদারীপুরে দেশি-বিদেশি অস্ত্রসহ নারীসহ ৬ জন আটক, অভিযান পরিচালনায় যৌথবাহিনী
মাদারীপুর, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫: মাদারীপুর জেলার শিড়খাড়া এলাকায় যৌথবাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ২ জন নারী রয়েছেন। আটকদের মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাদারীপুর জেলা শাখার মুখপাত্র তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী, যিনি বহুদিন ধরেই নজরদারিতে ছিলেন বলে জানিয়েছে একটি দায়িত্বশীল সূত্র। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই ধরনের অভিযান চলমান থাকবে এবং যারা এ ধরনের অপরাধে যুক্ত তাদের আইনের আওতায় আনা হবে। অভিযান-পরবর্তী সংবাদ সম্মেলনে যৌথবাহিনীর এক কর্মকর্তা জানান, “অস্ত্র ব্যবসা ও অপরাধীদের শক্ত হাতেই দমন করা হবে। জনগণের নিরাপত্তার স্বার্থে এই অভিযান অব্যাহত...
2
মাদারীপুর, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫: মাদারীপুর জেলার শিড়খাড়া এলাকায় যৌথবাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ২ জন নারী রয়েছেন।
আটকদের মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাদারীপুর জেলা শাখার মুখপাত্র তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী, যিনি বহুদিন ধরেই নজরদারিতে ছিলেন বলে জানিয়েছে একটি দায়িত্বশীল সূত্র।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই ধরনের অভিযান চলমান থাকবে এবং যারা এ ধরনের অপরাধে যুক্ত তাদের আইনের আওতায় আনা হবে।
অভিযান-পরবর্তী সংবাদ সম্মেলনে যৌথবাহিনীর এক কর্মকর্তা জানান, “অস্ত্র ব্যবসা ও অপরাধীদের শক্ত হাতেই দমন করা হবে। জনগণের নিরাপত্তার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।”
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।