শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশি মুরগির দাম কেজিতে ৬০০ টাকা, ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ টাকায় মাছের বাজারে দাম স্থিতিশীল নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ নামে কোনো বিষয় থাকবে না মির্জা ফখরুল: গণতন্ত্রকে আবারও নাশের ষড়যন্ত্র চলছে মাইকেলের আগমন ঘটছে ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে সব ধরনের অসত্য তথ্যের বিরুদ্ধে প্রতিবাদ গোপালগঞ্জ জেলা পুলিশের কিট পরিদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ১৪৯ কিলোমিটার বেগে বয়ে যাওয়া টাইফুনের তাণ্ডবে বিমানবন্দর ও মহাসড়ক বন্ধ ঘোষণা ‘জরুরি প্রয়োজন’ ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ আমার মেয়েকে তারা নৃশংসভাবে হত্যা করেছে সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে নারীর ক্ষমতায়ন ও বৈষয়িক জীবনযাপন বিষয়ক সেমিনার

বিএমএসএফ-এর ১৪ বছর পূর্তি ও সাধারণ সভা ৩০ জুলাই জাতীয় প্রেস ক্লাবে

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২০৬ Time View
37

দেশের মফস্বল সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করে আসা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ১৪ বছরে পদার্পণ করছে। এই বিশেষ উপলক্ষে আগামী ৩০ জুলাই ২০২৫, বুধবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত হবে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও সাধারণ সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএমএসএফের চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আহমেদ আবু জাফর। তিনি উপস্থিত অতিথিদের সঙ্গে একযোগে দেশের মফস্বল সাংবাদিকদের অবস্থান শক্তিশালী করতে নানা কর্মসূচি ঘোষণা করবেন বলে প্রত্যাশিত।

সভায় সরকারি-বেসরকারি, ব্যবসায়ী, মিডিয়া ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। তারা সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে সমর্থন জ্ঞাপন করবেন।

বিএমএসএফ ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি স্বতন্ত্র সংগঠন, যা দেশের প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় কাজ করে আসছে। সংগঠনটি সাংবাদিকদের সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

বিএমএসএফ-এর সভাপতি আহমেদ আবু জাফর বলেন, “সাংবাদিকরা দেশের গণতন্ত্রের রক্ষাকবচ। তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় আমরা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতেও সাংবাদিকদের জন্য সুদৃঢ় নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে সম্মানের নিশ্চয়তা অর্জনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করব।”

বিএমএসএফ-এর এই বার্ষিক সভা দেশের মফস্বল সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ একটি মঞ্চ হিসেবে কাজ করে আসছে। আগামী ৩০ জুলাই আয়োজিত এই উৎসবে সাংবাদিক সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের আহ্বান জানানো হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category