মাদারীপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ: দুদকের অভিযান
মাদারীপুর প্রতিনিধি
Update Time :
বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
২২৬
Time View
মাদারীপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ: দুদকের অভিযান
মাদারীপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগের ভিত্তিতে একটি মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে কালকিনি উপজেলার উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই অভিযান পরিচালনা করেন সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান। অভিযানের সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনী কান্ত ভক্তসহ অন্যান্য ব্যক্তিদের সাক্ষাৎকার নেন দুদকের কর্মকর্তারা। মাদারীপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, ২০১৫ সালে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক তাদের পছন্দের প্রার্থীদের অনৈতিকভাবে নিয়োগ দিয়েছেন। বিষয়টি তদন্তের জন্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তথ্যপ্রমাণ প্রধান কার্যালয়ে...
11
মাদারীপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগের ভিত্তিতে একটি মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে কালকিনি উপজেলার উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই অভিযান পরিচালনা করেন সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান। অভিযানের সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনী কান্ত ভক্তসহ অন্যান্য ব্যক্তিদের সাক্ষাৎকার নেন দুদকের কর্মকর্তারা।
মাদারীপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, ২০১৫ সালে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক তাদের পছন্দের প্রার্থীদের অনৈতিকভাবে নিয়োগ দিয়েছেন। বিষয়টি তদন্তের জন্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তথ্যপ্রমাণ প্রধান কার্যালয়ে পাঠানোর পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।