বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৪৯ জন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৮৯ Time View
13

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন ১৪৯ জন রোগীর মধ্যে ঝুমুর (৪০) নামে এক নারী মৃত্যুবরণ করেছেন। তিনি বরগুনার বেতাগী উপজেলার শারিশামুড়ি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তদের মধ্যে বরগুনা জেলা হাসপাতালে সবচেয়ে বেশি ৮৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালের শেবাচিম হাসপাতালে ২৫ জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৭ জন, পটুয়াখালীতে ২১ জন, পিরোজপুরে ৭ জন এবং ভোলায় ১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

এ প্রসঙ্গে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। তিনি সবাইকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার কামড় থেকে সুরক্ষা নেওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্য বিভাগ সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি নাগরিকদের নিজ উদ্যোগে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category