মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ উলভার্টের সেঞ্চুরি ম্লান করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দুর্দান্ত জয় দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন সেলিমুজ্জামান ধানের চেয়ে খড়ের মূল্য এখন বেশি

ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন সুস্মিতা রায়

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৩৫ Time View
সুস্মিতা রায়। ছবি : সংগৃহীত
18

টলিপাড়ার পরিচিত অভিনেত্রী সুস্মিতা রায়কে ঘিরে সম্প্রতি আবারও ডিভোর্সের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগমাখা পোস্টের মাধ্যমে তিনি জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। যদিও সরাসরি বিচ্ছেদের কথাটি বলেননি, তবে অভিনেত্রী ও তার স্বামী সব্যসাচী চক্রবর্তীর যৌথ বিবৃতিতে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে—তাদের পথ এখন আলাদা।

ভক্তদের মনে প্রশ্ন জাগেছে, তাহলে কি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আলাদা হচ্ছেন সুস্মিতা ও সব্যসাচী? এ প্রসঙ্গে ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতা জানান, “এই ব্যাপারে আমি আলোচনা করতে চাই না। সব্যসাচী ও আমি মিলে যে পোস্ট করেছি, সেটাই সবাইকে বলতে চাই।”

তিনি আরও বলেন, “আমি কাউকে দোষারোপ করতে চাই না, কোনও কাদা ছোড়াছুড়ি চাইও না। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এটা সম্মিলিত সিদ্ধান্ত। আমরা দুজনেই একে অপরের সিদ্ধান্তকে সম্মান জানাই।”

উল্লেখ্য, ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামার বৌদির চরিত্রে নজর কেড়েছিলেন সুস্মিতা রায়। পরবর্তীতে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। বাস্তব জীবনেও বর্তমানে তিনি আত্মসংযম ও পরিপক্বতার পরিচয় রাখছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category