রিপোর্ট বাংলাদেশ~
১২ জুলাই ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

গোপালগঞ্জে হত্যাকান্ডের বিচার চেয়ে মরদেহ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

২২

গোপালগঞ্জের মুকসুদপুরে নৈশ প্রহরী গৌতম গাইন (৩৫) হত্যার ঘটনায় মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গৌতমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি এলাকাবাসীর। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর।

আজ শনিবার (১২ জুলাই) বিকেল ৩টায় ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া কলে নিজ এলাকায় নিয়ে আসা হয়। পরে বিকেল ৪ টায় গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের জলিরপাড় জেকেএমবি উচ্চ বিদ্যালয় সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার তিনশতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

এর আগে ওই এলাকার বঙ্গরত্ন মহাবিদ্যালয়ের সামনে এলাকাবাসী জড়ো হয়। এসময় উজানি-জলিরপাড় সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলসহ মরদেহ নিয়ে জেকেএমবি উচ্চ বিদ্যালয়ের সামনে যায়। এসময় তার গৌতম গাইনের হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।

বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নীলরতন বালা, রুপালতা মন্ডল, বিএনপির নেতা চিন্তাহরন মন্ডল।

নিহত গৌতম গাইনের ভাইজি সমর্পিতা গাইন বলেন, আমার কাকা একজন নিরীহ লোক ছিলো। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তাকে কেন নৃশংস ভাবে হত্যা করা হলো? কি অপরাধ করেছিলো আমার কাকা? আমার জন্মের পর এমন হত্যাকান্ড দেখিনি। সরকারের কাছে আবেদন এই হত্যাকারিদে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দেয়া হোক।

নিহতের ভাইয়ের স্ত্রী স্বরসতি বৈরাগী বলেন, আজ ছোট দুইটি সন্তান বাবা হারা হলো। অন্যের বাবারা যখন সন্তানদের আদর করবে তখন এই এতিম বাচ্চাদের কি জবাব দিবেন? আমরা চাই আর কোন সন্তান যেন তার বাবাকে না হারায়, আর কোন ভাই যেন ভাই হারানো বেদনা নিয়ে চলতে না হয়।

মুকসুদপুর থানার পরিদর্শক শীতল চন্দ্র পাল জানান, নিহতের স্ত্রী মিলি বৈরাগী বাদি হয়ে একটি অভিযোগ করেছেন। এবিষয়ে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ৮ টায় বাড়ি থেকে বের হয়ে জেকেএমবি উচ্চ বিদ্যালয় যায় গৌতম। সেখান থেকে নিখোঁজ হন তিনি। ওই রাত কল দিলে মুঠোফোন বন্ধ পায় পরিবারের সদস্যরা। পরেরদিন (বৃহস্পতিবার) মুকসুদপুর থানায় সাধারণ ডায়রি করা হয় (জিডি নং-৫১৫)। শুক্রবার সন্ধ্যার সদর থানা পুলিশ কংশুর মধুমতি বিলরুট চ্যানেল থেকে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

গৌতম গাইন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামের বিমল গাইনের ছেলে। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর আজ বিচারের অপেক্ষায় পিতা-মাতা

গোপালগঞ্জে মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির মতবিনিময়

মুকসুদপুরে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জে হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশ্বকাপ সামনে রেখে পরবর্তী করণীয় স্পষ্ট করল বিসিবি

শৈত্যপ্রবাহ ৪৪ জেলায় প্রবাহিত হচ্ছে, চলতে থাকার সম্ভাবনা রয়েছে

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক: এনবিআর চেয়ারম্যান

প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রশ্নফাঁসের গুঞ্জন: অধিদপ্তরের অবস্থান

ইইউ প্রতিনিধি দলের সাথে তারেক রাহমানের বৈঠক, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা

আইসিসি বসছে বিসিবির সঙ্গে বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে

১০

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হচ্ছে ‘জুলাই বীর সম্মাননা’ প্রদান অনুষ্ঠান

১১

তারেক রহমানের নিরাপত্তা দলে যুক্ত হলেন আরও তিন সদস্য

১২

স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে

১৩

গোপালগঞ্জ পৌর পার্কে “ভোটের গাড়ি”

১৪

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

১৫

রংপুরে দুধ দিয়ে গোসল ছাড়লেন দল

১৬

নরসিংদীর শিবপুরে এলপিজি গ্যাস সমন্বয়কৃত মূল্যে বিক্রির না করায় ৭ হাজার টাকা জরিমানা

১৭

হাওরে বাঁধকাজে ধীরগতি, হাওর বাঁচাও আন্দোলনের সংবাদ সম্মেলন

১৮

পীরগঞ্জে শীতার্তদের পাশে ইউএনও তাছবীর হোসেন

১৯

বন্ধক রাখা মোবাইল ছাড়ানো নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু

২০