বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

সাংবাদিকদের ইতিবাচক লেখনির মাধ্যমেই ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার : ডিবিএ সভাপতি

জনপদ ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৯১ Time View
7

পুঁজিবাজারের নানা অনিয়ম সাহসিকতার সঙ্গে তুলে ধরার জন্য ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সদস্য সাংবাদিকদের প্রশংসা করেছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। তিনি বলেন, “গত ১৫ বছরে পুঁজিবাজারে যত অনিয়ম হয়েছে, সাংবাদিকরা তা নির্ভীকভাবে প্রকাশ করেছেন। তারা সবসময় বাজারের উন্নয়ন ও স্বচ্ছতা কামনা করেছেন।”

সোমবার (৩০ জুন) রাজধানীর পল্টনে সিএমজেএফ অডিটরিয়ামে আয়োজিত ‘ফল উৎসব ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাইফুল ইসলাম বলেন, “অনেকে জানতে চান, বাজার কবে ঘুরে দাঁড়াবে? আমি বিশ্বাস করি, সাংবাদিকদের ইতিবাচক, তথ্যনির্ভর ও দায়িত্বশীল লেখনিই বাজারে আস্থা ফেরাতে পারে। এ ধরনের সাংবাদিকতাই বিনিয়োগকারীদের আশাবাদী করে তুলবে।”

তিনি আরও বলেন, “আমরা নিজেদের মতো করে চেষ্টা করছি। তবে বাজার ঘুরে দাঁড়াতে হলে সবচেয়ে জরুরি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, আর তা সম্ভব দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে।”

সাংবাদিকদের সঙ্গে ডিবিএর ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে সাইফুল ইসলাম বলেন, “বিশেষ করে গত ৯ মাস ধরে সিএমজেএফ আমাদের পাশে ছিল। কোনো বিষয়ে রেগুলেটরের কাছে যাওয়ার আগে আমরা সিএমজেএফের নেতৃত্বের সঙ্গে পরামর্শ করি। কারণ, সাংবাদিকদের ভিন্ন বিশ্লেষণ ও দৃষ্টিভঙ্গি বাজারকে নতুন দিকনির্দেশনা দিতে পারে। ডিবিএ ও সিএমজেএফ—দুই সংগঠনই বাজারের মঙ্গলেই কাজ করছে।”

দেশীয় ফলভিত্তিক এ উৎসবকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “ফল উৎসব যেমন আমাদের আনন্দ দেয়, তেমনি বাজারে ভালো কোম্পানির শেয়ার এলে বিনিয়োগকারীরাও ভালো ফল পাবেন। কিন্তু বারবার দুর্বল কোম্পানি বাজারে এলে কাঙ্ক্ষিত ফলাফল কখনোই আসবে না।” তিনি আগামী বছর “রসমালাই উৎসব” আয়োজনের ঘোষণাও দেন।

এক পর্যায়ে হালকা মেজাজে তিনি বলেন, “পেরাভান্ডার, মাতৃভাণ্ডার, শীতল ভাণ্ডার—এসব জায়গার কোনো শাখা নেই, মালিক নিজেই দাঁড়িয়ে ব্যবসা চালান। আমাদের বাজারেও এমন দায়বদ্ধতা ও সরাসরি উপস্থিতি অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে ডিএসই পরিচালক ও বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, “শুধু ফল উৎসব নয়, আরও নানা উৎসব আয়োজন করা দরকার। এতে সবাই একসাথে হতে পারে, যা আনন্দের এবং সম্পর্ক উন্নয়নে সহায়ক।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছর ধরে সাংবাদিকরা পুঁজিবাজারে অনুসন্ধানী ও সাহসী প্রতিবেদন প্রকাশ করে অনিয়ম-অবিচার সামনে এনেছেন, যা প্রশংসনীয়।”

বিএসইসি’র সহকারী পরিচালক মোহাইমিনুল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক জোরদারে সহায়ক। এ আয়োজনের জন্য তিনি সিএমজেএফকে ধন্যবাদ জানান।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূইয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু আলী। এছাড়া উপস্থিত ছিলেন ডিএসইর সাবেক পরিচালক আনোয়ার হোসেন, ডিবিএর সহসভাপতি সাইফুদ্দিন আহমেদ, পরিচালক দিদার গনি প্রমুখ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category