বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

রানওয়েতে কালো ভাল্লুক, বাতিল এক ডজন ফ্লাইট

জনপদ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৮৫ Time View
ভাল্লুকটি রানওয়েতে ঢুকে পড়ে। ছবি : সংগৃহীত
5

জাপানের উত্তরাঞ্চলের ইয়ামাগাটা বিমানবন্দরে ঢুকে পড়ে একটি কালো ভাল্লুক। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে রানওয়েতে প্রাণীটি অবাধে ঘোরাফেরা করতে থাকে, যেন সেটিই তার নিজস্ব এলাকা। বিমানবন্দরের কর্মীরা ভাল্লুকটিকে সরাতে গেলে সেটি ক্ষিপ্ত হয়ে পুরো রানওয়ে দখলে নেয়। ফলে অন্তত ১২টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, একটি গাড়ির সাহায্যে ভাল্লুকটিকে তাড়ানোর চেষ্টা করা হয়। তবে এখনও সেটি বিমানবন্দরের আশপাশে ঘুরছে, তাই রানওয়ে খুলে দেওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি অনিরাপদ হওয়ায় হ্যাঙ্গার থেকেও কোনো বিমান বের করা যাচ্ছে না।

বিমানবন্দরের কর্মকর্তা আকিরা নাগাই বার্তা সংস্থা এএফপি-কে বলেন, “এই পরিস্থিতিতে আমরা কোনোভাবেই বিমান ওঠানামার অনুমতি দিতে পারছি না।” তিনি আরও জানান, এটি একই ভাল্লুক হতে পারে, যেটি এর আগেও রানওয়েতে প্রবেশ করেছিল। দ্বিতীয়বার এমন ঘটনায় রানওয়ে বন্ধ হয়ে যাওয়ায় এক ডজন ফ্লাইট বাতিল করতে হয়েছে।

ভাল্লুকটি ধরতে শিকারিরা ফাঁদ পেতেছে এবং পুলিশ বিমানবন্দর ঘিরে রেখেছে যেন এটি পালাতে না পারে। তবে এখনো পরিস্থিতি অচলাবস্থার মধ্যেই রয়েছে।

সরকারি পরিসংখ্যান বলছে, সম্প্রতি জাপানে ভাল্লুকের সঙ্গে মানুষের সংঘর্ষ বাড়ছে। ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এক বছরে দেশে রেকর্ড ২১৯টি ভাল্লুকের আক্রমণের ঘটনা ঘটেছে, যার মধ্যে ছয়টি ছিল প্রাণঘাতী।

বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভাল্লুকদের খাদ্য উৎস কমে যাচ্ছে এবং হাইবারনেশনের সময়সূচিও ব্যাহত হচ্ছে। একই সঙ্গে, জনসংখ্যা হ্রাস ও বৃদ্ধ জনগোষ্ঠীর কারণে অনেক এলাকা শান্ত ও ফাঁকা থাকছে—ফলে ভাল্লুকরা আগের চেয়ে বেশি বার শহর বা জনবসতিতে ঢুকে পড়ছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category